Eastmedinipur

May 25 2023, 14:52

*চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দাবিতে তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশন*


চিকিৎসায় ডিপ্লোমাধারী ডাক্তার ও ট্রেনিং দিয়ে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল , সরকারি হাসপাতালে ঔষধ ছাঁটাই, জনবিরোধী মেডিকেল শিক্ষানীতির প্রতিবাদে, জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের পরিকাঠামো উন্নত করে শূন্যপদে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিতে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন, মেডিকেল সার্ভিস সেন্টার এবং প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যৌথ উদ্যোগে আজ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষা ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট বিক্ষোভ-ডেপুটেশনের কর্মসূচীতে সামিল হন জেলার গ্রামীণ চিকিৎসক থেকে শুরু করে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা।

কর্মসূচীতে নেতৃত্ব দেন তিন সংগঠনের পক্ষে ডাঃ জয়দেব ঘড়া, রাম চন্দ্র সাঁতরা, প্রনব মাইতি প্রমুখ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ডেপুটেশনের প্রতিনিধিদলে উপরোক্ত নেতৃবৃন্দরা ছাড়াও ছিলেন নারায়ন বর্মন,অর্জুন ঘোড়াই,সেখ সিরাজ প্রমুখ।

Eastmedinipur

May 23 2023, 14:24

*হলদিয়া মেচেদা রাজ্যসড়কে নন্দকুমারে লেভেল ক্রসিংয়ের কাজের জন্য দুদিন বন্ধ যান চলাচল*

নন্দকুমার: দিঘা মেচেদা রেল লাইনের নন্দকুমারে রেল গেটে লেভেল ক্রসিংয়ের কাজের জন্য ২৩, ২৪, শে মে ২০২৩ রাত্রি ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ রয়েছে " আগামী মঙ্গল/বুধবার রাত ১০ টা থেকে বুধ/ বৃহস্পতিবার ভোর ৫ টা পর্যন্ত ( ২৩,২৪,২৫-০৫-২০২৩) এই গেটে লেভেল ক্রসিং কাজের জন্য সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকিবে।

আদেশ অনুশারে রেল কর্তৃপক্ষ" শুধুমাত্র রাতেই লেভেল ক্রসিং এর কাজ হবে। বিকল্প রাস্তা হিসাবে হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করার কথা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Eastmedinipur

May 23 2023, 14:23

*তাম্রলিপ্ত পুরসভার ৮০ জন মৎস্য চাষিদের হাতে তুলে দেওয়া হলো ক্রেডিট কার্ড, তুলে দিলেন পৌরপিতা*


তমলুক: মাছ উৎপাদনে রাজ্যে পূর্ব মেদিনীপুর একটি বিশেষ স্থান রয়েছে। সেই জেলার মৎস্য চাষিরা যাতে ভালোভাবে চাষবাস করতে পারে তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মৎস্য চাষিদের ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পুরসভার ৮০ জন মৎস্য চাষির হাতে সেই ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। কার্ড তুলেদেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়। এ ছাড়াও পুরসভার অন্যান্য কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এদিন কার্ড প্রদানের পর পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় জানান, জেলায় বহু মানুষ মাছ চাষ করে থাকে। মাছ চাষের জন্য তাদের অর্থের প্রয়োজন হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে যাতে সহজেই লোন পায় তার জন্য রাজ্য সরকারের এই প্রয়াস।

এদিন পুরাভার প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রাপকদের হাতে কার্ড তুলে দেওয়া হয়। কার্ড পেয়ে ভীষণ খুশি প্রাপকেরা।

Eastmedinipur

May 23 2023, 09:54

*শুরু হল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে পঠনপাঠন*


হলদিয়া:অর্থের যোগান দিয়ে মহিষাদলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের মূল ভবন নির্মাণ কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে বিশেষ জোর দিল রাজ‍্যের উচ্চ-শিক্ষা দফতরের স্ট‍্যাণ্ডিং কমিটি । সেই সঙ্গে নতুন কোর্স অনুমোদন,অধ‍্যাপক এবং কর্মী নিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে । সোমবার মহিষাদলে স্ট‍্যাণ্ডিং কমিটির ৭ সদস‍্যের প্রতিনিধি দল এবং প্রশাসনিক কর্তাব‍্যক্তিগন হাজির হন মহিষাদল রাজ কলেজে । সেখানে তাঁরা বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন বিষয়ে খোঁজ-খবর নেন ।

কাজের বতর্মান পরিস্থিতি জানতে দীর্ঘ আলোচনা হয় স্ট‍্যাণ্ডিং কমিটির প্রতিনিধি,প্রশাসনিক কর্তা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,অধ‍্যাপক ও কর্মীদের সঙ্গে । ২০১৭ সালে পূর্ব মেদিনীপুর বিশ্ববিদ্যালয় নামে এটি রাজ‍্যের তরফে ছাড়পত্র পায় । প্রশাসনিক স্তরে সিদ্ধান্তের বদল ঘটিয়ে ২০১৮ সালে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় নামে সিলমোহর দেওয়া হয় । হলদিয়া-কোলাঘাট ১১৬ জাতীয় সড়কের পাশে মহিষাদলের কাপাসএড়‍্যা লাগোয়া বামুনিয়া মৌজায় ২০ একর জায়গায় নির্মীয়মাণ এই বিশ্ববিদ্যালয় । এখন সীমানা প্রাচীর এবং গেট তৈরীর কাজের পাশাপাশি কিছু মাটির কাজ হয়েছে । কিন্তু অর্থের অভাবে থমকে রয়েছে কাজ ।

এদিন আলোচনা শেষে স্ট‍্যাণ্ডিং কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল জানান," মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজের গতিবিধি জানলাম । বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ জরুরি প্রয়োজন । সেজন‍্য সরকারের কাছে অর্থ বরাদ্দের কথা জানাবো । সেই সঙ্গে নতুন চারটি কোর্স অনুমোদন, অধ‍্যাপক এবং কর্মী নিয়োগের বিষয়টিও সংশ্লিষ্ট দফতরে তুলে ধরবো । তবে প্রাথমিক পর্বে পঠন-পাঠনের কাজ দেখে আমরা খুশি । বাকি কাজ যাতে দ্রুত হয় সেজন‍্য চেষ্টা চলছে ।" বিশ্ববিদ্যালয় নির্মাণের জন‍্য প্রাথমিকভাবে রাজ‍্য সরকার ১৭৬ কোটি টাকা অনুমোদন করে । ২৫ কোটি টাকার কাজ হয়েছে । এ পর্যন্ত ১১কোটি টাকার বিল মেটানো হলেও বাকি টাকা সরবরাহ করা হয়নি । কাজ থমকে রয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চন্দ্রদীপা ঘোষ জানান,"রাজ‍্য সরকারের সংশ্লিষ্ট দফতরে অর্থ বরাদ্দের জন‍্য আবেদন করা হয়েছে । আমরা আশাবাদী অর্থের পাশাপাশি বাকি কাজের জন‍্য সরকারের কাছ থেকে শীঘ্রই সহযোগিতা পাব ।" এদিন মহিষাদল রাজ কলেজের সভাপতি,তথা মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বক্তব্যেও এমন আশার কথা শোনা গিয়েছে । তিনি বলেন,"মহিষাদল রাজ কলেজের অতিরিক্ত শ্রেণীকক্ষ রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠনে আমরা সহযোগিতা করতে পেরেছি ।

তবে আমরা আশাবাদী রাজ‍্য সরকারের বিভিন্ন গতিশীল কর্মকাণ্ডের মধ্য মহাত্মাগান্ধী বিশ্ববিদ্যালয়ের কাজও গুরুত্ব পাবে । রাজ‍্য সরকার সর্বতোভাবে সহযোগিতা করবে ।" স্ট‍্যাণ্ডিং কমিটির সদস্যরা এদিন মহিষাদলে একতারপুরে গান্ধী কূটীর এবং নির্মীয়মান বিশ্ববিদ্যালয়ের জায়গাটি ঘুরে দেখেন । বাকি কাজের উদ্দেশ্যে বিধানসভায় দ্রুত রিপোর্ট পেস করবেন বলে।

Eastmedinipur

May 22 2023, 18:48

*পোস্টার ড্রয়িং কম্পিটিশনে রাজ্যে প্রথম মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী অনন্যা জানা, তুলে দেওয়া হলো পুরস্কার*


বিশ্ব আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে পোস্টার ড্রয়িং কম্পিটিশনে রাজ্যে প্রথম মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা জানার হাতে তুলে দেওয়া হলো পুরস্কার।

জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে ১৯৯৩ সালের শেষদিকে দিবসটি পালনের জন্য ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়। কিন্তু পৃথিবীর অনেক দেশ এ দিবস পালন বন্ধ করে দিলে ২০০২ সালের ২২ মে দিবসটি পুনর্নির্ধারণ করে জাতিসংঘের সাধারণ পরিষদ। তখন থেকে প্রতিবছর ২২ শে মে এ দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। আর সেই বিশেষ দিনে কলকাতার সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে পোস্টার ড্রয়িং কম্পিটিশনের রাজ্যস্তরে সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মহিষাদল গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অনন্যা জানা প্রতিযোগিতায় অংশগ্রহন করেছিলো। তার আঁকা ছবি জেলায় যেমন প্রথম স্থান অর্জন করেছে তেমনি রাজ্যস্তরেও প্রথম হয়েছে। সোমবার তার হাতে নগদ পাঁচ জাহার টাকা,স্মারক,মানপত্র প্রভৃতি তুলে দেওয়া হয়। অন্যন্যার এই ধরনের সফলতায় খুশি পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সহপাঠীরা।

স্কুলের প্রধান শিক্ষকা পারমিতা গিরি বাগ জানান, অনন্যার এই ধরনের সফলতায় আমরা ভীষণ খুশি। মেয়েটি পড়াশোনা পাশাপাশি ভালো ছবি আঁকে। জেলাতেও প্রথম হয় সে তার পর রাজ্যস্তরেও সে প্রথম স্থান দখল করায় আমরা ভীষণ খুশি।

Eastmedinipur

May 22 2023, 12:34

*কাঁথিতে অঞ্জাত পরিচয় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য*


কাঁথি থানার অন্তর্গত বাঁকাবেড়িয়া গ্রামে'র মাঝমাঠে পুকুর পাড়ে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় এক মহিলা কাঠ সংগ্রহ করতে মাঠের মাঝখানে একটি পুকুরের ধারে এলে, সেখানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। এরপরেই সে দৌড়ে গিয়ে খবর দেয় মানুষজনদের। খবর দেওয়া হয় কাঁথি থানায়। ঘটনার খবর পেয়ে ঠিক হয় গ্রামের বহু মানুষজন। উপস্থিত হয় কাঁথি থানার পুলিশ। এরপর পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে এই যুবকের কোন সঠিক পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।

Eastmedinipur

May 21 2023, 17:31

*বিভিন্ন রাজনৈতিক দল থেকে কংগ্রেসে যোগদান*


হলদিয়া: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা পঞ্চায়েত নির্বাচন কমিটির আয়োজনে হলদিয়া মহকুমা পঞ্চায়েত রাজ সম্মেলন অনুষ্ঠিত হল।রবিবার হলদিয়ার ক্ষুদিরামনগরে মহাত্মা গান্ধী ভবনে সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচন কমিটির চেয়ারম্যান নেপাল মাহাত,প্রদেশ কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র শেঠ,পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি মানস কর মহাপাত্র সহ অন্যরা।

এদিন হলদিয়া মহকুমার পাঁচটি ব্লকের ব্লক সভাপতি বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি সহ অসংখ্য কংগ্রেসের কর্মী সমর্থকরা সম্মেলনে অংশ নেয়।এদিন নন্দীগ্রামের বেশ কয়েকজন কর্মী সমর্থক বিভিন্ন দল থেকে এসে কংগ্রেসে যোগদান করেন।

Eastmedinipur

May 21 2023, 14:16

*নন্দীগ্রামের আমগেছিয়া তে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার,চাঞ্চল্য এলাকায়*


রবিবার সকালে নন্দীগ্রামে অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো,নন্দীগ্রামের আমগেছিয়াতে সকাল এ একটি পুকুরে মৃতদেহ একটি পুকুরে ভাসতে দেখে এলাকার মানুষ,আতঙ্কিত হয়ে পুলিশে খবর দেওয়া হয়। বিডিও এবং পঞ্চায়েত সমিতিতেও খবর দেওয়া হয়।

তবে স্থানীয়দের দাবি যে ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে ওই ব্যক্তি স্থানীয় নয়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলেও এখনো তাকে সনাক্তকরণ করা যায়নি,মৃতদেহের পরিচয়,কিভাবে মারা গেলো সেই নিয়ে তদন্ত চালাচ্ছে নন্দীগ্রাম থানার পুলিশ।

Eastmedinipur

May 21 2023, 09:57

*জি২০ অঙ্গ হিসাবে দিঘায় মেঘা বীচ ক্লিন আপ কর্মসূচি*


আজ ২১ মে ২০২৩। বিশ্বের বিভিন্ন দেশ এই দিনটিকে পরিবেশ সরক্ষা দিবস হিসাবে পালন করে। তারই অঙ্গ হিসাবে পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় পালিত কর্মসূচি।

রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা। সেই দিঘাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে রবিবার " মেঘা বীচ ক্লিন আপ" কর্মসূচি গ্রহন করে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এদিন সকাল সকাল মিনি ম্যারাথন প্রতিযোগিতার পাশাপাশি নিউ দিঘা থেকে অল্ড দিঘা পর্যন্ত সমুদ্র পাড় নোংরা আবর্জা পরিস্কার করা হয়।

কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি,দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার মানসকুমার মন্ডল সহ অন্যান্যরা। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে সামনে থেকে কর্মসূচির শুভ সূচনা হয়।

Eastmedinipur

May 20 2023, 20:01

*মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে ষষ্ঠ ও পূর্ব মেদিনীপুরে প্রথম স্থানে থাকা পটাশপুরের শবনম খাতুন !*


 

পটাশপুর: মাধ্যমিকের পর এবার আলেম সিনিয়র মাদ্রাসা পরীক্ষাতেও দুর্দান্ত ফল করল পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলার সনবম খাতুন জায়গা করে নিয়েছে রাজ্যের সেরা ষষ্ঠ স্থান। তাঁর প্রাপ্ত নম্বর ৮২৮। সবনম পটাশপুরের খড়াইয়ের গোবর্ধনপুর গ্রামের বাসিন্দা। এদিন তাঁর সাফল্যের খবরে রীতিমত উচ্ছ্বসিত তাঁর পরিবার থেকে শুরু করে এলাকাবাসীরাও।

সবনম পটাশপুর ২ ব্লকের খড়াই এম.আই সিনিয়র মাদ্রাসার ছাত্রী। তাঁর বাবা হাপিজুল মল্লিক পেশায় কৃষক। অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ে হয়েও এমন সাফল্য ছিনিয়ে নেওয়ায় তাঁকে নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে এলাকায়। শবনম জানিয়েছে, আগামী দিনে চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় সে। তবে তাঁর এই লড়াইয়ে আর্থিক প্রতিবন্ধকতা বড় সমস্যা হয়ে দাঁড়াবে বলে জানিয়েছে শবনম।

তাঁর বাবা হাপিজুল মল্লিক জানান, মেয়ে বরাবরই পড়াশোনায় অত্যন্ত মেধাবী। মাদ্রাসার শিক্ষকরা প্রতিনিয়ত শবনমকে গাইড করেছেন, তাঁর পড়াশোনায় সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তবে মেয়ে আগামী দিনে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। এর জন্য সবরকম প্রস্তুতি শুরু করে দিয়েছে মেয়ে। তবে আগামী দিনে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য বিপুল পরিমানে অর্থের প্রয়োজন। সেই সামর্থ তাঁদের নেই। কিভাবে এই লড়াই এগিয়ে নিয়ে যাওয়া হবে তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।